ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

জবিতে বেকার হোস্টেলে বঙ্গবন্ধু শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৯, ২৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডি সার্কেলের আয়োজনে বেকার হোস্টেলে বঙ্গবন্ধু শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের  নীচ তলায় বেকার হোস্টেলে বঙ্গবন্ধু শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী হয়। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

উপাচার্য বলেন, ‘আজকের এ প্রদর্শনীর মাধ্যমে জবির শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে জানতে পারবে। বঙ্গবন্ধু যে হোস্টেলে থাকতেন, সেখানে সব সংরক্ষিত আছে।বাংলাদেশি হিসেবে সবার এ সম্পর্কে জানা উচিত।’

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডি সার্কেল পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুন কুমার গোস্বামী।

এছাড়া এই আয়োজনে সহযোগিতা করেছেন সহকারী প্রক্টর বিভাস কুমার সরকার,আসাদুজ্জামান রিপন এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক সুকান্ত সাহা।এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি